ভূমিকাঃ পূর্বআকাশে রঙ্গীন সূর্য্য উঠার সাথে সাথেই দিনের আলোয় আলোকিত হয় আমাদের কৃষ্ণপুর ইউনিয়ন। কালের আর্বতনে বর্ষার বিশাল জলরাশির মধ্যে ভাসমান ফেনার মত টুকরো টুকরো গ্রাম আর হেমন্তে সবুজের সমারোহ বিরাজমান আমাদের কৃষ্ণপুর ইউনিয়ন। কৃষ্ণপুর গ্রামটি নেত্রকোণাজেলার খালিয়াজুরী উপজেলায় ৫নং কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ এখন কল্যানপুর এ অবস্থিত। কাল পরিক্রমায় আজ কৃষ্ণপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বক্রিয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ২৮.৫৫ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ১৪৪৪৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১২ টি।
ঙ) মৌজার সংখ্যা – ০৯ টি।
চ) হাট/বাজার সংখ্যা -০৪ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ইঞ্জিন চালিত নৌকা।
জ) শিক্ষার হার – ৬৫% । (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৫ টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৫ টি,
উচ্চ বিদ্যালয়ঃ ০৩ টি,
মাদ্রাসা- ০১ টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব আক্কেল আলী
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৫ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান - নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৫৮ ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ২৪/০৭/১১ইং
২) প্রথম সভার তারিখ – ০৪/০৮/১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০৪/০৮/১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
কৃষ্ণপুর কল্যানপুর কুতুবপুর
শিবপুর কৃষ্ণনগর মুসলিমপুর
বেড়ীদৌলত পুর জাহেরপুর জাদবপুর
শ্যামপুর নাজিরপুর মুরাদপুর
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১3 জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ০১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS