Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পঞ্চবার্ষিকী পরিকল্পনা

 
পঞ্চবার্ষিকী পরিকল্পনা     ২০১১ ইং সালের জুলাই থেকে ২০১২ইং জুন পর্যন্ত       
শিবপুর কুড়ের পাড় হতে নাজিরপুর পর্যন্ত রাস্তা পূণঃনির্মাণ।
শিবপুর হতে গঙ্গা বাজারের রাস্তা পূণঃনির্মাণ।
কল্যানপুর প্রাইমারী বিদ্যালয় হতে নতুন রাস্তা হয়ে আলমাস মেম্বারের বাড়ী পর্যন্ত রাস্তা পূণঃনির্মাণ।       
                                                       ২০১২ ইং সালের জুলাই থেকে ২০১৩ ইং সালের জুন পর্যন্ত       
১,২ ও ৩ নং ওয়ার্ডে নলকূপ স্থাপন।
৪,৫ ও ৬ নং ওয়ার্ডে নলকূপ স্থাপন।
৭,৮ ও ৯ নং ওয়ার্ডে নলকূপ স্থাপন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র সরবরাহ।

                                             ২০১১ ইং সালের জুলাই থেকে ২০১২ইং জুন পর্যন্ত

 

বিভিন্ন গ্রামে স্যানিটারী ল্যাট্রিন স্থাপন।

ইউনিয়নে বিভিন্ন রাস্তায় রিং স্লাব,পাইপ সরবরাহ।                                                
কুতুবপুর হাইস্কুলের বাউন্ডারী ওয়াল নির্মাণ।
পানি সেচের জন্য বিভিন্ন জায়গায় ড্রেন নির্মাণ।  
মুসলিমপুর বাজারের পাশে ব্রীজের প্রতিরক্ষা দেওয়াল নির্মাণ।
বিভিন্ন রাস্তায় ইউ ড্রেন নিমার্ন।
গ্রামের বিভিন্ন জায়গায় রাস্তা সিসি করণ।    
 
                                                         ২০১৪ সালের জুলাই থেকে  ২০১৫ইং সালের জুন পর্যন্ত       
শ্যামপুর হতে নাজিরপুর যাওয়ার রাস্তায় বিভিন্ন জায়গায় প্রতিরক্ষা দেয়াল নির্মাণ।
বিভিন্ন গ্রামে নলকূপ স্থাপন।
শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র সরবরাহ।
রাস্তার বিভিন্ন জায়গায় কালভার্ট নির্মাণ।
কুতুবপুর প্রাইমারী বিদ্যালয়ে মাটি ভরাট।       
                                                         ২০১৫ সালের জুলাই থেকে  - ২০১৬ইং       
মসজিদ ও মন্দিরের উন্নয়ন।
বিভিন্ন ওয়ার্ডে স্যানিটারী ল্যাট্রিন সরবরাহ।
যাতাযাতের সুবির্ধাতে বিভিন্ন রাস্তার বিভিন্ন জায়গায় রাস্তা সংস্কার।
কল্যানপুর মসজিদ ঘাট হতে খেয়া ঘাট পর্যন্ত প্রতিরক্ষা দেয়াল নির্মাণ।
কবরস্থানের প্রতিরক্ষা দেয়াল নির্মাণ।
বিভিন্ন মাদ্রাসা ও প্রতিষ্ঠানের উন্নয়ন।